আওয়ামী লীগ সরকারের আমলে গ্রহণ করা প্রিপেইড মিটার লাগানো প্রজেক্ট বাতিল, প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় বন্ধের দাবিতে রংপুরে নেসকো অফিস ঘেরাও করেছে বিদ্যুৎ গ্রাহকরা। এসময় সাত দিনের মধ্যে মিটার লাগানো প্রজেক্ট বাতিল না করলে অনির্দিষ্টকালের অবরোধের কর্মসূচি ঘোষণা দেন তারা। আজ ১২ জানুয়ারি রবিবার দুপুরে রংপুর মহানগরীর খামার মোড়ে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ গ্রাহকগণ এ হুঁশিয়ারি দেন তারা। অবরোধকারীদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দেলোয়ার হোসেন, মির্জা বাবর বাবলু, সাইফুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, লিখন চৌধুরী ও মনিরুল ইসলাম মিন্টু প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের হয়রানি বাড়বে। ডিমান্ড চার্জের মাধ্যমে গ্রাহকদের গলা কাটা হবে। এই পদ্ধতিতে সাধারণ মানুষ সব থেকে বিপাকে পড়বেন। অনেক গ্রাহককে বিদ্যুৎবিহীন থাকতে হবে দিনের পর দিন। এ কারণে রংপুরে এরই মধ্যে লাগানো প্রিপেইড মিটার খুলে ডিজিটাল মিটার স্থাপনের দাবি জানান তারা। সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী গ্রাহকরা।




















