সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ টি চোরাই গরু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঝাপড়া হরিণচরণ গ্রামের মোঃ হবিবর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঐ বাড়ির গোয়াল ঘর থেকে ৯ টি চোরাই গরু উদ্ধার করেন, রায়গঞ্জ থানার উপ পরির্দশক( এস আাই) নীল কমল, হারুন অর রশিদ, এ এস আই পলাশ, আবু হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। উদ্ধার শেষে গরু ৯টি থানায় নিয়ে এলে ভুক্তভোগীরা খবর পেয়ে থানায় এসে স্ব স্ব গরুর মালিকগণ মালিকানা দাবি করে। এর মধ্যে বগুড়া জেলার ধনুট উপজেলার গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামের নওয়াব আলী সেখের পুত্র মোঃ শহিদুল ইসলাম একটি গাভী ও গাভীর বাচ্চা সহ দুটি, রায়গঞ্জ উপজেলার আবুদিয়া মিয়াপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর পুত্র মোঃ আব্দুর রহমানের ১ টি গাভীর বাচ্চা সহ একটি গাভী, একই উপজেলার ঝাপড়া হরিণচরণ গ্রামের মৃত আব্দুল মালেক মীরের পুত্র নুরুল ইসলাম মীরের ১ টি বকনা গরু, উপজেলার ঝাপড়া রাজিবপুর গ্রামের শাহাবুদ্দিন সেখের পুত্র শাহ আলম সেখের সাদা কালো ১ টি বকনা গরু সহ ৯ টির অধিক মালিকানা দাবি করছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান,তদন্তকারী কর্মকর্তা এস আই নজরুল ইসলাম গরুর মালিকানা যাছাই -বাছাই অন্তে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করবেন। আদালত থেকে গরুগুলি সঠিক মালিকানা প্রমান দিয়ে জামিন নামা নিয়ে আসবেন। সে পর্যন্ত গরু ৯টি থানা নিজ খরচে লালন পালন করবে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় চোরাই সিন্ডিকেটের হোতা হবিবর রহমানের পুত্র আবু হোসেন ( হাশেম) সহ অঞ্জাত ব্যাক্তিদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৯, তারিখ ১৪/ ০১/ ২৫। আবু হোসেনকে গ্রেফতারের জন্যে থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
শিরোনাম
রায়গঞ্জে পুলিশের সহযোগিতার ৯ টি চোরাই গরু উদ্ধার
-
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- ।
- 89
জনপ্রিয় সংবাদ




















