কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম শিকদার(৫৫)কে কুমিল্লা সার্কিট হাউজ এলাকা থেকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কুমিল্লা মহানগরীর মোগলটুলি বাসা থেকে তাকে আটক করে ২৩ বীর সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের চৌকস সদস্যরা।
আটকৃত মহানগর আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি কবিরুল ইসলাম শিকদার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা -৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের নির্দেশে ছাত্রদের উপর গুলি ও হামলা করে কবির ইসলাম শিকদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর সেনা ক্যাম্প কমান্ডার সাদমান বলেন, আটক মহানগর আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি কবির শিকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের উপর হামলা চালানোর সম্পৃক্ততা রয়েছে, এছাড়াও দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে আবারও আওয়ামীলীগ কর্মীদের একত্রিত করার চেষ্টায় লিপ্ত ছিল। এরই সূত্রে তাকে শুক্রবার গভীর রাতে আটক করা হয়। আটকের পর কবিরুল ইসলাম শিকদার কে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















