প্রচন্ড শীত উপেক্ষা করে রংপুর আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
অভিভাবকদের সঙ্গে নিয়ে গণিতকে জয় করার ইচ্ছায় রংপুর জিলা স্কুল মাঠে উপস্থিত হন
শিক্ষার্থীগণ। আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে বিদ্যালয়টির মাঠে সমবেত কণ্ঠে
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। একই সঙ্গে উত্তোলন করা হয়
জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলি¤িপয়াড ও আন্তর্জাতিক গণিত অলি¤িপয়াডের পতাকা।
জাতীয় পতাকা উত্তোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকাত আলী। বাংলাদেশ
গণিত অলি¤িপয়াডের পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালাউদ্দিন ও
ডাচ্ধসঢ়;বাংলা ব্যাংক রংপুরের ধাপ শাখার ব্যবস্থাপক মারুফুজ্জামান। আন্তর্জাতিক গণিত
অলি¤িপয়াডের পতাকা উত্তোলন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ময়নুল
ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকাল ৯টা ৪৫মিনিট থেকে বিদ্যালয়ের একাডেমিক তিনটি
ভবনের ২৩ কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পর বিদ্যালয়ের মাঠে রংপুর বন্ধুসভার সদস্যদের
পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সেখানে
শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে চলে প্রশ্নোত্তর পর্ব। গণিত শেখো, স্বপ্ন দেখো শ্লোগানে
ডা”্ধসঢ়; বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করেন
বাংলাদেশ গণিত অলি¤িপয়াড কমিটি। অনলাইনে প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত
শিক্ষার্থীরা উৎসবে যোগ দেয়। রংপুর অঞ্চলের গণিত উৎসবে অংশ নিয়েছে রংপুর, লালমনিরহাট,
কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকাত আলী বলেন, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের গণিত
অলি¤িপয়াডের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। শওকাত আলী গণিত অলি¤িপয়াড
আয়োজনের পেছনে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ উদ্যোগের প্রথম দিকের শিক্ষকের
কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, তাঁরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের খুদে শিক্ষার্থীদের বের
করে নিয়ে আসার জন্য কার্যক্রম হাতে নিয়েছিলেন।
শিরোনাম
রংপুরে গণিত উৎসব
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৩:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- ।
- 41
জনপ্রিয় সংবাদ






















