নগরীর খুলশী থানাধীন ওয়্যার্লেস কলোনির পুরোনো জামে মসজিদসংলগ্ন প্রায়
শতবর্ষী একটি পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। ১৯৫২ সালে খনন করা পুকুরটিতে তখন
থেকে মসজিদের মুসল্লিরা ওজু করে আসছেন। এছাড়া এলাকার নানা কাজেও
পুকুরটি বিগত সময়ে ব্যবহৃত হয়ে আসছিল। ৬১ শতক আয়তনের পুকুরটির বেশ
কিছু অংশ ইতোমধ্যে ভরাট করে ফেলা হয়েছে। যেখানে ব্যবহার করা হচ্ছে পাহাড়
কেটে আনা মাটি। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর পুকুর ভরাটের কার্যক্রম পরিদর্শন
করে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটিতে বছর কয়েক আগেও বাণিজ্যিকভাবে মাছ
চাষ হতো। তবে মালিকপক্ষ ইচ্ছেকৃতভাবে গত কয়েক বছর যাবত এটিকে পতিত
পুকুরে পরিণত করেছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই রাতের বেলা পুকুরটিতে
পাহাড়ি মাটি ফেলা হচ্ছে। স্থানীয়রা জানান, এই পুকুর ভরাটের জন্য জালালাবাদ
এলাকা থেকে পাহাড় কেটে মাটি আনা হচ্ছে। এবং স্কেভেটরের মাধ্যমে সমান করা
হচ্ছে। পুকুরটি এলাকার মানুষ বহু বছর ধরে ব্যবহার করেছে। কিন্তু পতিত বানানোর
পর থেকে এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুকুর ভরাট করার কোনো
সুযোগ নেই। আমরা পুকুরটি পরিদর্শন করে ভরাট কার্যক্রম বন্ধ রাখতে বলেছি।
তাদেরকে সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে।
শিরোনাম
চট্টগ্রাম ওয়্যার্লেস কলোনি এলাকায় ভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- ।
- 86
জনপ্রিয় সংবাদ




















