বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দাগনভূঞা উপজেলার কেরোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কেরোনীয়া স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
পূর্বচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিব উল্যাহর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন আকবর, রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ ও সিঙ্গাপুর সিটি যুবদলের সহ-সভাপতি মো. সেলিম আরিফ প্রমুখ।




















