০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাঁস পালন করে স্বাবলম্বী ইসরাফিল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার বেতুয়া গ্রামের ইসরাফিল হাঁস পালন করে সংসারে সচ্ছলতা এনেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের সকালে ডোবায় হাঁসের খাবার দিচ্ছেন তিনি। অভাব অনটনের সংসারে দিন মজুরের কাজ করা ইসরাফিল এখন স্বচ্ছল। বিশ বছরের অধিক সময় হাঁস পালন করে কিনেছেন জায়গা জমি, নির্মান করছেন বোতল দিয়ে বাড়ি। ইসরাফিল ৪৫০ টি হাঁস পালন করেন তার মধ্যে ২৫০ টি প্রতিদিন ডিম দেয় সেই ডিম গড়ে ৪৫০০ টাকা বিক্রি করে খরচ বাদে দিনে আয় করেন এক হাজার টাকা মাসে ৩০ হাজার টাকা। হাঁসের খাবার হিসেবে তিনি ব্যবহার করেন ঝিনুক, শামুক ফিড এবং প্রতি দিন ১ মণ করে ধান। কথার এক পর্যায়ে বলেন, হাঁসের রোগ বালাই কম হওয়ায় খরচা কম হয়। পুকুর নদীতে আগের মত হাঁস পালন করা যায় না কারণ হিসাবে বলেন,শুষ্ক মৌসুমে পানির অভাব বাধ দিয়ে মাছ চাষ। তিন বছর অন্তর অন্তর পুরাতন হাঁস বিক্রি করে নতুন হাঁস কিনতে হয়। এই খামার করে সংসারে স্বচ্ছলতার পাশাপাশি ছেলে মেয়েকে পড়াশুনা করাচ্ছি। তবে সরকারি ভাবে সহযোগিতা পেলে খামার আরো বড় করে আয় বাড়াতে পারবো। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমির হামজা ইসরাফিলকে খামারির তালিকা ভুক্ত করে সহযোগিতা করার আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

বেতন বাড়ানোর প্রস্তাবে উপদেষ্টাদের অসন্তোষ

হাঁস পালন করে স্বাবলম্বী ইসরাফিল

আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার বেতুয়া গ্রামের ইসরাফিল হাঁস পালন করে সংসারে সচ্ছলতা এনেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের সকালে ডোবায় হাঁসের খাবার দিচ্ছেন তিনি। অভাব অনটনের সংসারে দিন মজুরের কাজ করা ইসরাফিল এখন স্বচ্ছল। বিশ বছরের অধিক সময় হাঁস পালন করে কিনেছেন জায়গা জমি, নির্মান করছেন বোতল দিয়ে বাড়ি। ইসরাফিল ৪৫০ টি হাঁস পালন করেন তার মধ্যে ২৫০ টি প্রতিদিন ডিম দেয় সেই ডিম গড়ে ৪৫০০ টাকা বিক্রি করে খরচ বাদে দিনে আয় করেন এক হাজার টাকা মাসে ৩০ হাজার টাকা। হাঁসের খাবার হিসেবে তিনি ব্যবহার করেন ঝিনুক, শামুক ফিড এবং প্রতি দিন ১ মণ করে ধান। কথার এক পর্যায়ে বলেন, হাঁসের রোগ বালাই কম হওয়ায় খরচা কম হয়। পুকুর নদীতে আগের মত হাঁস পালন করা যায় না কারণ হিসাবে বলেন,শুষ্ক মৌসুমে পানির অভাব বাধ দিয়ে মাছ চাষ। তিন বছর অন্তর অন্তর পুরাতন হাঁস বিক্রি করে নতুন হাঁস কিনতে হয়। এই খামার করে সংসারে স্বচ্ছলতার পাশাপাশি ছেলে মেয়েকে পড়াশুনা করাচ্ছি। তবে সরকারি ভাবে সহযোগিতা পেলে খামার আরো বড় করে আয় বাড়াতে পারবো। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমির হামজা ইসরাফিলকে খামারির তালিকা ভুক্ত করে সহযোগিতা করার আশ্বাস দেন।