সারা দেশে চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়। এরপর শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়কের দিকে এগিয়ে যান এবং ক্যালিকো কটন মিল পর্যন্ত গিয়ে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফিরে আসেন। সেখানে শিক্ষার্থীরা সড়কে বসে চুরি-ডাকাতি, ধর্ষণ ও খুনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। একইসঙ্গে, আইন-শৃঙ্খলার অবনতি ও অপরাধের লাগাম টানতে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন তারা।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব সিজান বলেন, ‘সারাদেশে হত্যা, ধর্ষণ, রাহাজানির মতো অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা সবাইকে আহ্বান জানাই, যার যার অবস্থান থেকে এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার যে চেয়ার, তা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত। কিন্তু আজ আমরা দেখছি, প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে, চুরি-ডাকাতি বাড়ছে। আইন-শৃঙ্খলার এই চরম অবনতির মধ্যে তিনি কীভাবে নিজের পদ আঁকড়ে ধরে থাকতে পারেন? আমরা তার পদত্যাগ চাই।’
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আমাদের মা-বোনেরা নিরাপদ থাকুক, তাদের সম্ভ্রম নিয়ে শঙ্কায় না থাকতে হয়। আমরা যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছি, তা নারীদের নিরাপত্তার নিশ্চয়তার জন্যও ছিল। ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, দোষীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’


























