বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
বুধবার সকালে সূর্যোদয়ের সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পরে উপজেলার দশচিরা খেলার মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও একাত্তরের শহীদ মুক্তিযুদ্ধো ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।




















