ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চলমান টার্ম ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য সব টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে। তবে ১৭ ফেব্রুয়ারি থেকে যথারীতি পরীক্ষাসমূহ আবার শুরু হবে।
রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা পরিষদের সভাপতিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরীক্ষাসমূহ পুনরায় অনুষ্ঠিত হবে।
শু/সবা

























