চট্টগ্রামজুড়ে ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সব আসনে বিএনপিই জয়ী হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি ও তারেক রহমানকে ‘গণতন্ত্রের মশালবাহক’ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি ও গণতন্ত্র মুদ্রার এপিঠ-ওপিঠ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। পরবর্তী আন্দোলন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন।”
তিনি বলেন, “গণতন্ত্রের টর্চবিয়ারার তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের যে জোয়ার এসেছে, সেই জোয়ারে চট্টগ্রামে আমাদের যতগুলো আসন আছে—সবগুলোতেই আমরা জয়ী হব।”
শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও তুলে ধরে আমীর খসরু বলেন, “বাংলাদেশের আগামী উন্নয়ন ও অর্থনৈতিক কর্মসূচিতে দেশের প্রতিটি মানুষ যেভাবে ভোটের মাধ্যমে রাজনৈতিক গণতন্ত্রে অংশ নেয়, একইভাবে অর্থনীতিতেও সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। এই অর্থনৈতিক সুফল দেশের ঘরে ঘরে পৌঁছে যাবে। যুবক, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, নারী-পুরুষ—সব স্তরের মানুষের কাছে বিএনপি যেমন গণতন্ত্রের স্বাদ পৌঁছে দেবে, তেমনি অর্থনৈতিক গণতন্ত্রের স্বাদও পৌঁছে দেবে।”
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার বিষয়ে তিনি বলেন, “শুধু বক্তব্য দিলে হবে না। চট্টগ্রামকে এমনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে এগিয়ে নেওয়া হবে যে সরকারিভাবে ঘোষণা ছাড়াই এটি বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে—আমাদের কাজের মাধ্যমেই।”
চট্টগ্রামকে ‘অর্থনৈতিক হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, “পূর্ব-পশ্চিমের সংযোগস্থল হিসেবে চট্টগ্রামকে আমরা অর্থনৈতিক হাবে রূপান্তর করব। শুধু বাণিজ্যিক রাজধানী নয়, তার চেয়েও আরও এগিয়ে যাবে চট্টগ্রাম।”
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষাকবচ এবং দেশের মানুষের নেতা তারেক রহমান—যিনি সেই দায়িত্ব পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তাই তিনি ঘোষণা দিয়েছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ দেশের মানুষ ও ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, “দেশের লাখো বেকারের জন্য নির্দিষ্ট সময়ের ভাতা, কৃষকদের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে, পণ্য হাব গড়ে তোলা হবে এবং প্রযুক্তিনির্ভর জনশক্তি তৈরি করে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনাকে এগিয়ে নিতে হবে।
শু/সবা




















