০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আনিছুর রহমানের ঈদ উপহার

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিবছরের ন্যায় এগিয়ে এসেছেন ‘ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর চেয়ারম্যান মুরাদনগর উপজেলার কামারচর গ্ৰামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান সরকার।
শুক্রবার (২৮ মার্চ) উপজেলার কামারচর গ্ৰামের সরকার বাড়ীতে ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই উপহারের মধ্যে ছিল— পোলার চাল, দুধ, আটা, কিসমিস, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও নগদ অর্থ। যা পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। এভাবেই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে ‘ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’।
ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন, কামারচর গ্রামের সমাজসেবক মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন নয়ন, কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার পেয়ে এক বৃদ্ধা কাঁপা কাঁপাকণ্ঠে জানান, আমার স্বামী মারা গেছেন অনেক বছর হলো। এতিম একটি নাতনি নিয়ে থাকি। ঈদের দিন ভালো কিছু খাওয়ার সামর্থ্য নেই। কিন্তু আজ এই উপহার পেয়ে ভালো লাগছে।
ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর চেয়ারম্যান আনিছুর রহমান সরকার বলেন, ‘ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও উৎসব। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হোক। পরম্পরায় আমাদের পরিবার সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকেছে’।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা

মুরাদনগরে ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আনিছুর রহমানের ঈদ উপহার

আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিবছরের ন্যায় এগিয়ে এসেছেন ‘ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর চেয়ারম্যান মুরাদনগর উপজেলার কামারচর গ্ৰামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান সরকার।
শুক্রবার (২৮ মার্চ) উপজেলার কামারচর গ্ৰামের সরকার বাড়ীতে ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই উপহারের মধ্যে ছিল— পোলার চাল, দুধ, আটা, কিসমিস, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও নগদ অর্থ। যা পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। এভাবেই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে ‘ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’।
ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন, কামারচর গ্রামের সমাজসেবক মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন নয়ন, কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার পেয়ে এক বৃদ্ধা কাঁপা কাঁপাকণ্ঠে জানান, আমার স্বামী মারা গেছেন অনেক বছর হলো। এতিম একটি নাতনি নিয়ে থাকি। ঈদের দিন ভালো কিছু খাওয়ার সামর্থ্য নেই। কিন্তু আজ এই উপহার পেয়ে ভালো লাগছে।
ফাদার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর চেয়ারম্যান আনিছুর রহমান সরকার বলেন, ‘ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও উৎসব। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হোক। পরম্পরায় আমাদের পরিবার সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকেছে’।