০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ রফিকের পরিবারকে ঈদ উপহার দিলেন ইউএনও

oplus_0

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকের পরিবারের পাশে দাঁড়াতে ঈদ উপহার নিয়ে তাদের বাড়িতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকালে তিনি শহীদ রফিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে নতুন পোশাক, সেমাই, চিনি, দুধ, মুরগীসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় ইউএনও মো. জাকির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বের বিষয়। রফিকের পরিবারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।

শহীদ রফিকের পরিবারের সদস্যরা ঈদের আগে এ ধরনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের কাছে আরও সহায়তার আহ্বান জানান।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

শহীদ রফিকের পরিবারকে ঈদ উপহার দিলেন ইউএনও

আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকের পরিবারের পাশে দাঁড়াতে ঈদ উপহার নিয়ে তাদের বাড়িতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকালে তিনি শহীদ রফিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে নতুন পোশাক, সেমাই, চিনি, দুধ, মুরগীসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় ইউএনও মো. জাকির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বের বিষয়। রফিকের পরিবারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।

শহীদ রফিকের পরিবারের সদস্যরা ঈদের আগে এ ধরনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের কাছে আরও সহায়তার আহ্বান জানান।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।