রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে বস্ত্র বিতরণ করেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া।
সোমবার (১৪ এপ্রিল) বিকাল পহেলা বৈশাখের এই বস্ত্র বিতরণ করা হয় এবং উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ বলেন , কোনো সন্ত্রাস, চাঁদাবাজদের ঠাঁই নাই, আমাদের দলে কোনো মাদক, সন্ত্রাসের জায়গা নাই। যেখানেই চাঁদাবাজ হবে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা জিরো টলারেন্স।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য ও সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এবং রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে,উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রানা,উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসরে সাধারণ সম্পাদক মোঃ আবু ইসা রিপন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ রুবেল,শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস,শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দাশ,বাঙ্গালহালিয়া ৬ নং ওয়ার্ডের বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক লিটন দাস সহ বিভিন্ন সমাজের সনাতনী স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ কালে মোঃ বাবলু মিয়া বলেন, ধর্ম যার যার উৎসব সবার,আমরা জানি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি।
তাই আপনারা যাতে নতুন কাপড় পরে দেশ ও দেশের মঙ্গল কামনায় নতুন বছরকে বরণ করে নিতে পাড়েন,সেজন্য আপনাদের মাঝে ছুটে আসা,সবার ইচ্ছে থাকে অন্তত একটি নতুন পোশাক পরে উৎসবের দিন সকালে আরাধনা করবে। তাই আমরা সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।




















