০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ৪ আসনে নির্বাচনী গান গেয়ে ভাইরাল মোন্নাফ

কুড়িগ্রামে নির্বাচনী গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন মোন্নাফ নামের এক যুবক । ব্যতিক্রমী কথা ও সুরে নির্বাচনী গানটি ইতোমধ্যে ফেসবুক ইউটুবে ব্যাপক সাড়া ফেলেছে।
বালতি মার্কা বালতি মার্কা ভোটটা দাও ভাইরে উন্নয়নের নতুন দিশা শাহিন ভাইয়ের নেতৃতে। যবুক, বৃদ্ধ আছে শাহিন ভাইয়ের পাশে, আছে জনতার ছায়ায় এই গানটি জোকার সেজে নেচে গেয়ে ভোট প্রার্থনা করেছেন মোন্নাফ নামে এক যুবক।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিন( বালতি) মার্কার পক্ষে একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কথায় ও সুরে গানটি তৈরি করেন মোন্নাফ। সহজ-সরল ভাষা, আঞ্চলিক টান এবং প্রাণবন্ত পরিবেশনায় গানটি দ্রুত ভোটারদের নজর কাড়ে। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি হাজার হাজার শেয়ার হয়।
কুড়িগ্রাম -৪( চিলমারী,রৌমারী রাজিবপুর) আসনে শহর, পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন ওই যুবক। গানটি রেকট করা হয়েছে ১মিনিট ৩৪ সেকেন্ড।
ভিডিও এই গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মুখে মুখে ভাইরাল হয়েছে।

রাজিবপুর উপজেলার আজিজ মিয়া(৪৪)বকুল মিয়া(৫০,হাবিবুর রহমান(৬০)সহ অনেকেই বলেন,এই প্রথম গানটি শুনে আমাদের খুব ভালো লাগলো এই গানটি জোকার সেজে নাচ টি করায় ভোটার দের মন কারছে।

মোন্নাফ মিয়া বলেন,আমি কুড়িগ্রাম ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শাহিন ভাইয়ের ( বালতি) মার্কা নিয়ে রঙ্গ সেজে পায়ে হেটে তিনটি উপজেলায় গান গেয়ে প্রচার করছি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সুশিক্ষা ছাড়া সুনাগরিক গড়ে ওঠে না : ড. আবদুল  মঈন খান

কুড়িগ্রাম ৪ আসনে নির্বাচনী গান গেয়ে ভাইরাল মোন্নাফ

আপডেট সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামে নির্বাচনী গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন মোন্নাফ নামের এক যুবক । ব্যতিক্রমী কথা ও সুরে নির্বাচনী গানটি ইতোমধ্যে ফেসবুক ইউটুবে ব্যাপক সাড়া ফেলেছে।
বালতি মার্কা বালতি মার্কা ভোটটা দাও ভাইরে উন্নয়নের নতুন দিশা শাহিন ভাইয়ের নেতৃতে। যবুক, বৃদ্ধ আছে শাহিন ভাইয়ের পাশে, আছে জনতার ছায়ায় এই গানটি জোকার সেজে নেচে গেয়ে ভোট প্রার্থনা করেছেন মোন্নাফ নামে এক যুবক।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিন( বালতি) মার্কার পক্ষে একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কথায় ও সুরে গানটি তৈরি করেন মোন্নাফ। সহজ-সরল ভাষা, আঞ্চলিক টান এবং প্রাণবন্ত পরিবেশনায় গানটি দ্রুত ভোটারদের নজর কাড়ে। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি হাজার হাজার শেয়ার হয়।
কুড়িগ্রাম -৪( চিলমারী,রৌমারী রাজিবপুর) আসনে শহর, পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন ওই যুবক। গানটি রেকট করা হয়েছে ১মিনিট ৩৪ সেকেন্ড।
ভিডিও এই গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মুখে মুখে ভাইরাল হয়েছে।

রাজিবপুর উপজেলার আজিজ মিয়া(৪৪)বকুল মিয়া(৫০,হাবিবুর রহমান(৬০)সহ অনেকেই বলেন,এই প্রথম গানটি শুনে আমাদের খুব ভালো লাগলো এই গানটি জোকার সেজে নাচ টি করায় ভোটার দের মন কারছে।

মোন্নাফ মিয়া বলেন,আমি কুড়িগ্রাম ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শাহিন ভাইয়ের ( বালতি) মার্কা নিয়ে রঙ্গ সেজে পায়ে হেটে তিনটি উপজেলায় গান গেয়ে প্রচার করছি।

শু/সবা