সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষা পাশাপাশি এলাকার
অভ্যন্তরিক আইন শৃঙ্খলা বদ্ধ পরিকর। খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া
ব্যাটালিয়ন ৭বিজিবি পক্ষথেকে জনজচেতনতা মূলক সভা করা হয়েছে।
বৃহস্পতিবার)৮মে) সকাল ১১টায় বাবুছড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন
কক্ষে বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি আয়োজনে জনসচেতনতা মূলক
সভা অনুষ্ঠিত হয়। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ
চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাবুছড়া ব্যাটালিয়ন
(৭বিজিবি) এর সহকারী পরিচালক এডি মো. হুমায়ন করিম।
জনসচেতনতা মূলক সভায় এডি মো: হুমায়ন করিম বলেন, সীমান্তের
অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষা পাশাপাশি এলাকার অভ্যন্তরিক আইন
শৃঙ্খলা বদ্ধ পরিকর। সকল সম্প্রদায়ের জনগোষ্ঠি ঐক্যবন্ধ বজায় রেখে
আইনশৃঙ্খলা, সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ
সকলে সচেতন থাকতে হবে। বিশ্বে কোন দেশের সাথে কোন দেশ যুদ্ধ
লাগলে তা সকল দেশের মধ্যে প্রভাব পড়ে। আমরা যুদ্ধ চাই না বিশ্ব শান্তি
চাই, ভারত-পাকিস্তান মধ্যে যে উত্তেজনা পূর্বক যে যুদ্ধ শুরু হয়েছে।
এতে কেন্দ্র করে বাংলাদেশে যেন কোন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করতে
না পারে আইন শৃংখলা বাহিনী ততপর আছে। এলাকায় যদি কোন
পরিচিত লোক সন্দেহ হয় আপনারা আইন শৃংখলা বাহিনীকে খরব দিবেন।
আর কোন ধরনের কান কথা/গুজব কথায় কান দিবেন না, গুজব কথা ছড়াবেন
না। আমার সবাই বাংলাদেশে নাগরিক সবাই বাংলাদেশী দেশকে
ভালোবেশে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে সকলে মিলেমিসে
কাজ করতে হবে। জনসচেতনতা মূলক উপস্থিত জনপ্রতিনিধি,
সাংবাদিক, হেডম্যান, কার্বারী সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
শিরোনাম
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেয়া হবে না দীঘিনালায় বিজিবির জনসচেতনতা মূলক সভা
-
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ।
- 52
জনপ্রিয় সংবাদ
























