০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ ৬ জন কারাগারে

 

 

নগরের সদরঘাট থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।  বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন, মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রকাশ আকবর, অর্থ সম্পাদক ইউসুফ আলী ও দফতর সম্পাদক রনি কর ও সদস্য রাজীব ধর।  বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া বলেন, আট সাপ্তাহের হাইকোর্টের আগাম জামিনের সময় শেষ হলে বৃহস্পতিবার (আজ) ছয়জন আসামি আত্মসর্মপণ করে আদালতে জামিনের আবেদন করেন। আদালতে জামিনের বিরোধীতা করে বাদীপক্ষের আইনজীবীরা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলা এজাহার সূত্রে জানা যায়, জুলাই-আগস্টে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ভুক্তভোগী মাশফিকুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। গত ১০ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য্য থাকলেও ওই দিন শুনানি হয়নি। পরে আদালতে ৫ মে জামিন শুনানি দিন ছিল ধার্য্য ছিল। পরে ৮ মে পরবর্তী তারিখ ধার্য্য করেছিলেন। আদালতের একাধিক আইনজীবী ও প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে হট্টগোল হয়। বিচারক এজলাস থেকে নেমে যান। পরে আসামিদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনজীবীরা বাধা দেন। আবারও হট্টগোলের সৃষ্টি হয়। এময় আদালতে বাইরে ও অভ্যন্তরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সিএমপির এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আদালতে ছুটে যান। পরে আসামিদের পুলিশের কড়া নিরাপত্তায় আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। 

 

জনপ্রিয় সংবাদ

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ ৬ জন কারাগারে

আপডেট সময় : ০৯:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

 

নগরের সদরঘাট থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।  বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন, মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রকাশ আকবর, অর্থ সম্পাদক ইউসুফ আলী ও দফতর সম্পাদক রনি কর ও সদস্য রাজীব ধর।  বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া বলেন, আট সাপ্তাহের হাইকোর্টের আগাম জামিনের সময় শেষ হলে বৃহস্পতিবার (আজ) ছয়জন আসামি আত্মসর্মপণ করে আদালতে জামিনের আবেদন করেন। আদালতে জামিনের বিরোধীতা করে বাদীপক্ষের আইনজীবীরা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলা এজাহার সূত্রে জানা যায়, জুলাই-আগস্টে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ভুক্তভোগী মাশফিকুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। গত ১০ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য্য থাকলেও ওই দিন শুনানি হয়নি। পরে আদালতে ৫ মে জামিন শুনানি দিন ছিল ধার্য্য ছিল। পরে ৮ মে পরবর্তী তারিখ ধার্য্য করেছিলেন। আদালতের একাধিক আইনজীবী ও প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে হট্টগোল হয়। বিচারক এজলাস থেকে নেমে যান। পরে আসামিদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনজীবীরা বাধা দেন। আবারও হট্টগোলের সৃষ্টি হয়। এময় আদালতে বাইরে ও অভ্যন্তরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সিএমপির এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আদালতে ছুটে যান। পরে আসামিদের পুলিশের কড়া নিরাপত্তায় আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।