লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে মুক্ত হয়ে বাদীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে লালমনিরহাট শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল মালেক। তিনি জানান, ঢাকায় অবস্থান করার সুযোগে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন ধরে তার স্ত্রী সোমাইয়া বেগমকে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার না পেয়ে গত ২৭ মার্চ হাবিব মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন তার স্ত্রী।
মামলার পর হাবিব জেলহাজতে থাকলেও সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে শুক্রবার সকালে দলবল নিয়ে মালেকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং তিন কক্ষে অগ্নিসংযোগ করা হয়। মুহূর্তেই মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মালেক জানান, হামলার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে তিনজন সাংবাদিকও হামলার শিকার হন। এ ঘটনার পর আদিতমারী থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে হাবিব মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মালেক ও তার পরিবার। অনুষ্ঠানে মালেকের স্ত্রী, মা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
























