০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে বিশেষ অভিযানে ইজিবাইক চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই অটো, যার মধ্যে একটি ভুক্তভোগী চালকের।
গত ৭ এপ্রিল কালীগঞ্জ থানার সুকানদিঘী থেকে চন্দ্রপুর যাওয়ার পথে ইজিবাইক চালক মো: আদম আলী (১৭) দুই অপরিচিত যাত্রী নিয়ে যাত্রা করেন। বারাজান মালির ধাম এলাকায় গিয়ে চাকা পাংচার হলে, যাত্রীদের পরামর্শে চাকা মেরামতের জন্য যান তিনি। এসময় এক যাত্রী তাকে চায়ের দোকানে নিয়ে গেলে, অপরজন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগীর পিতা মো: তমিজ উদ্দিন কালীগঞ্জ থানায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং: ২৯/১৯৫)।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় মো: জাহিদুল হক (৩২), মো:রবিউল ইসলাম (২৫) ও মোশারফ হোসেন (৩৩)।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে, চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উদ্ধার করা অটোগুলোর একটি ভুক্তভোগী চালকের বলে শনাক্ত হয়েছে।
এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ইজিবাইক চুরি সংক্রান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে বিশেষ অভিযানে ইজিবাইক চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই অটো, যার মধ্যে একটি ভুক্তভোগী চালকের।
গত ৭ এপ্রিল কালীগঞ্জ থানার সুকানদিঘী থেকে চন্দ্রপুর যাওয়ার পথে ইজিবাইক চালক মো: আদম আলী (১৭) দুই অপরিচিত যাত্রী নিয়ে যাত্রা করেন। বারাজান মালির ধাম এলাকায় গিয়ে চাকা পাংচার হলে, যাত্রীদের পরামর্শে চাকা মেরামতের জন্য যান তিনি। এসময় এক যাত্রী তাকে চায়ের দোকানে নিয়ে গেলে, অপরজন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগীর পিতা মো: তমিজ উদ্দিন কালীগঞ্জ থানায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং: ২৯/১৯৫)।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় মো: জাহিদুল হক (৩২), মো:রবিউল ইসলাম (২৫) ও মোশারফ হোসেন (৩৩)।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে, চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উদ্ধার করা অটোগুলোর একটি ভুক্তভোগী চালকের বলে শনাক্ত হয়েছে।
এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ইজিবাইক চুরি সংক্রান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/সব