১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা: আটক ২

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের পিটুনিতে মানিক নামে ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় দুজনকে আটক করে পুলিশ।
গত ১৯ মে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ঐ বাড়ির মৃত জামালের পুত্র। থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে মানিক নামের ওই যুবকের মৃত্যু হয়। এঘটনায় আরো কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, গত রবিবার মানসিক ভারসাম্যহীন মানিকের সাথে স্থানীয় যুবদল নেতা তৌহিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তৌহিদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পর সেদিন রাতে পুকুরে মাছ চুরির অপবাদে কে বা কারা মানিককে ধরে পিটিয়ে গুরুতর করে। পরে সোমবার রাতেই মানিককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। যুবদল নেতা তৌহিদ ও নিহত মানিক চাচা ভাতিজা হয় বলে তাঁরা জানায়।
হাটহাজারী মডেল থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহম্মেদ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুজনকে আটক করা হয়েছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা: আটক ২

আপডেট সময় : ০৮:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের পিটুনিতে মানিক নামে ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় দুজনকে আটক করে পুলিশ।
গত ১৯ মে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ঐ বাড়ির মৃত জামালের পুত্র। থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে মানিক নামের ওই যুবকের মৃত্যু হয়। এঘটনায় আরো কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, গত রবিবার মানসিক ভারসাম্যহীন মানিকের সাথে স্থানীয় যুবদল নেতা তৌহিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তৌহিদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পর সেদিন রাতে পুকুরে মাছ চুরির অপবাদে কে বা কারা মানিককে ধরে পিটিয়ে গুরুতর করে। পরে সোমবার রাতেই মানিককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। যুবদল নেতা তৌহিদ ও নিহত মানিক চাচা ভাতিজা হয় বলে তাঁরা জানায়।
হাটহাজারী মডেল থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহম্মেদ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুজনকে আটক করা হয়েছে।
এমআর/সব