নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার। অথচ প্রতিবছর সরকার এ বাজার থেকে আয় করছেন কোটি কোটি টাকার রাজস্ব। সরকারি উদ্যোগে বিগত কয়েক যুগেও এ বাজারের দৃশ্যমান কোন উন্নতি হয়নি। গঠিত হয়নি সরকারি বাজার ব্যবস্থাপনা কমিটি। যার কারণে উপজেলা পরিষদের ওয়ান পার্সেন্টের টাকা থেকেও বঞ্চিত হচ্ছে এ বাজার।
বাজারের সহ-সম্পাদক হাসান তারেক জানান, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ যেহেতু সরকারি বাজার ব্যবস্থাপনা কমিটি নয়, সেহেতু তারা কারো কাছ থেকে কোন ধরনের ফান্ড পাননি। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের তৎকালীন নির্বাহী কর্মকর্তা সহ অনেকের নিকট তারা দৌড়ঝাঁপ করলেও কোন ফান্ড আনতে পারেননি। তবে তাদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার বিভাগের তৎকালীন সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদের মাধ্যমে মাছ বাজারের জন্য একটি ভবনের ব্যবস্থা করতে পেরেছিলেন। যা এখন প্রায় দৃশ্যমান।
তাদের সময়ে বাজারের ড্রেনেজ সিস্টেমের বাস্তবায়নেও তারা ভূমিকা রেখেছেন বলে দাবি করেন হাসান তারেক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফান্ড সংকটের কারণে কয়েকজন প্রহরীকে তারা বিদায় করতে বাধ্য হয়েছেন।
বাজারের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত নুরুল হোসাইন ও বসির জানান, অনেকদিন যাবত তাদের অফিসে আসেন না কর্মকর্তারা। তবে তারা ডিউটির ফাঁকে রেস্ট নিতে এবং হিসাব-নিকাশ সংরক্ষণ করতে মাঝে মধ্যে অফিসে বসেন।
মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন কমিশনার শওকত আলম শওকত জানান, গতবার বাজারের মোট ভোটার ছিল ২০৬৭ জন।
মাল্টিমিডিয়া ব্যবসায়ী নুরুল হুদা জানান, কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়ে গেছে। অটোমেটিক্যালি সেটা বিলুপ্ত। তারা পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নতুন নির্বাচনের মাধ্যমে সক্ষম কমিটি দরকার। যারা ট্রাফিক ও থানা পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে বাজারের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারবেন। তার মতে বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের দেখভাল যারা করতে পারবেন তাদেরকে নির্বাচিত করা উচিত।
হোটেল নিউ স্টারের স্বত্বাধিকারী আরিফুর রহমান জানান, বর্তমানে বাজারটি অভিভাবকহীনতায় ভোগছে। কোথাও কোন নিয়ম-শৃঙ্খলা নেই। যে যার মত ইচ্ছা লুটপাট করছে। আমরা বাজারের বিভিন্ন সেক্টরের প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার নিকট দাখিল করেছিলাম। তবে তিনি তা অনুমোদন করেননি।
বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু জানান, বাজার কমিটি বর্তমানে কার্যকর নয়। তিনি দীর্ঘদিন যাবত অফিসে যান না। ইউএনওর কাছে পদত্যাগ পত্র পেশ করতে গিয়ে জালালাবাদ চেয়ারম্যানের অনুরোধে আর পদত্যাগ করা হয়নি। তিনি বর্তমানে বাজার কমিটির কার্যক্রম চেয়ারম্যান পরিচালনা করছেন বলে জানান।
বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন জানান, বাজারের কমিটির কার্যক্রম সংক্রান্ত প্রকাশিত প্রথম নিউজটি তিনি পড়েছেন।
সেখানে বর্তমান বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ মার্চ বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। ২০২০ এর ১৮ মার্চ এ পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। বহু ঢাকঢোল পিটিয়ে এবং প্রচুর টাকা ব্যয়ে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এমআর/সব
শিরোনাম
ঈদগাঁও বাজারের নতুন নির্বাচনের মাধ্যমে সক্ষম কমিটি দরকার
-
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার - আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- ।
- 212
জনপ্রিয় সংবাদ
























