হাজার হাজার পূ্ণ্যার্থী মানুষের সমাগমে খাগড়াছড়ির মাইসছড়ি পানন্দাই কার্বারী পাড়া বেণুবন বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত ওয়ারাসামি থের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও এলাকাবাসীলাকাবাসী আয়োজনে চৌধুরী পাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে প্রয়াত ভদন্ত ওয়ারাসামি থের এ উপলক্ষে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান করেন পূণ্যার্থীরা।
এসময় সংঘরাজ ভদন্ত সুন্দরা মহাথের এর সভাপতিত্বে পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন বাংলাদেশ ভিক্ষু এসোসিয়েশনের সভাপতি ভদন্ত সভনা মহাথের।
শিরোনাম
খাগড়াছড়িতে ভদন্ত ওয়ারাসামি থের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০২:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- ।
- 64
জনপ্রিয় সংবাদ
























