বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের সম্মেলনের তারিখ জেলা কমিটির সভায় ঘোষনা করা হয়। এছাড়া সভায় ১৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে শহরের রানীগঞ্জ বাজারস্থ জামালপুর সদর মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে জেলা কমিটির সভায় এ তারিখ ও কমিটি ঘোষনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সাবেক সভাপতি সুমন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারন সম্পাদক মাফিজুর ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটি আহ্বায়ক ফরিদ সরকার ও সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক ইমন আকন্দ।
কমিটির সভা শেষে জানা যায়, আগামী ১৩ জুলাই রবিবার সরকারী আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কাউন্সিল অধিবেশন কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এবিষয়ে জেলা কমিটির আহ্বায়ক ফরিদ সরকার জানান, আমরা এবারের ১৭ তম জেলা সম্মেলন খুবই সুন্দরভাবে করতে চাই। আগামী ১৩ জুলাই সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে। এজন্য ১৭ জনের সম্মেলন প্রস্তুতি কমিটিও করা হয়েছে।
এমআর/সব
শিরোনাম
জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষনা
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৬:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- ।
- 205
জনপ্রিয় সংবাদ
























