কক্সবাজারে পিআইবি আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। শহরের অরুণোদয় স্কুল সম্মেলন কক্ষে প্রশিক্ষণের দ্বিতীয় দিন তথা শনিবারের (চব্বিশ মে) সেশন অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সহায়তায় অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে এদিন সেশন পরিচালনা করেন পিআইবির সেশন পরিচালক ও ইউল্যাবের আ্যাডজাণকট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী। তিনি মাল্টিমিডিয়া গণমাধ্যমের ডিভাইস/ টুল সেটিংস, স্টোরি বোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্লেমিং, অডিও- ভিডিও শট নির্বাচন, ভিডিও শুট ও ভিডিও সম্পাদনা বিষয়ে সম্যক ধারণা দেন।
এমআর/সব
শিরোনাম
কক্সবাজারে প্রেস ইনস্টিটিউটের তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন
-
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার - আপডেট সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- ।
- 206
জনপ্রিয় সংবাদ
























