১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ভূমি মেলা উপলক্ষ্যে সেমিনার

নওগাঁয় ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। ২৬ মে (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, অন্যান্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুধীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলার ভূমি সংক্রান্ত নানা সেবা ডিজিটাল মাধ্যমে সহজে পেতে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো অবগত করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসগুলো থেকে কিভাবে কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবাগুলো পেতে পারেন সেই বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় নানা সমস্যা ও তার সমাধান কিভাবে করা যায় এবং ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তির বিষয়ে অধিক সচেতনতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, প্রতিটি মানুষের কিছু না কিছু অংশ জমি আছে আর সেই জমি সংক্রান্ত কাজে ভূমি অফিসে যেতে হয়। বর্তমান সরকারের ভূমি সেবা প্রাপ্তিকে সহজীকরন করতে যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে নওগাঁ জেলা প্রশাসন বদ্ধপরিকর। ইতিমধ্যেই সেই পদক্ষেপগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে ভূমি সেবাগুলো খুব সহজেই পাওয়া যায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌজা ভিত্তিক তাৎক্ষণিক গণশুনানির মাধ্যমে খাজনা-খারিজসহ নানা ভূমি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা হচ্ছে এবং ওই মৌজার সেবা গ্রহিতাদের নানা বিষয়ে সচেতন করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তবে পুরো সিষ্টেমকে আরো বদলে দিতে কিছুটা সময়ের প্রয়োজন। এছাড়া সেবা প্রদানকারীদেরও তাদের সকল কিছুতে পজেটিভ পরিবর্তন আনতে হবে। সকল তথ্যগুলো প্রথমে নিজে জানতে হবে এরপর আশেপাশের সকলকে জানাতে হবে তবেই ভূমি সংক্রান্ত সকল সেবা হয়রানী ও ভোগান্তি ছাড়াই পাওয়া সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূমি মেলা উপলক্ষ্যে সেমিনার

আপডেট সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নওগাঁয় ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। ২৬ মে (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, অন্যান্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুধীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলার ভূমি সংক্রান্ত নানা সেবা ডিজিটাল মাধ্যমে সহজে পেতে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো অবগত করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসগুলো থেকে কিভাবে কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবাগুলো পেতে পারেন সেই বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় নানা সমস্যা ও তার সমাধান কিভাবে করা যায় এবং ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তির বিষয়ে অধিক সচেতনতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, প্রতিটি মানুষের কিছু না কিছু অংশ জমি আছে আর সেই জমি সংক্রান্ত কাজে ভূমি অফিসে যেতে হয়। বর্তমান সরকারের ভূমি সেবা প্রাপ্তিকে সহজীকরন করতে যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে নওগাঁ জেলা প্রশাসন বদ্ধপরিকর। ইতিমধ্যেই সেই পদক্ষেপগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে ভূমি সেবাগুলো খুব সহজেই পাওয়া যায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌজা ভিত্তিক তাৎক্ষণিক গণশুনানির মাধ্যমে খাজনা-খারিজসহ নানা ভূমি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা হচ্ছে এবং ওই মৌজার সেবা গ্রহিতাদের নানা বিষয়ে সচেতন করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তবে পুরো সিষ্টেমকে আরো বদলে দিতে কিছুটা সময়ের প্রয়োজন। এছাড়া সেবা প্রদানকারীদেরও তাদের সকল কিছুতে পজেটিভ পরিবর্তন আনতে হবে। সকল তথ্যগুলো প্রথমে নিজে জানতে হবে এরপর আশেপাশের সকলকে জানাতে হবে তবেই ভূমি সংক্রান্ত সকল সেবা হয়রানী ও ভোগান্তি ছাড়াই পাওয়া সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা।
এমআর/সব