মানিকগঞ্জে একটি কালীমন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এটি পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হতে পারে।
বুধবার (২৭ মে) ভোর রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা সদরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মন্দিরে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মন্দির কমিটি প্রতিনিধিরা জানান, ঘোনা সদরপুরে প্রায় ৬০০ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করেন। এই মন্দিরেই নিয়মিত পূজা অনিুষ্ঠিত হয়ে আসছে। মন্দিরে তালা ছিল এবং চাবি তার কাছেই ছিল। কিন্তু গেট তালাবদ্ধ থাকলেও ভেতরে আগুনে প্রতিমা ও চালা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন তারা।
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























