আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের দুর্ভোগসহ নানান অভিযোগে যাত্রী সেজে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুদক।
বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘন্টা এই অভিযান পরিচালনা করে দুদক জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম।
জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, সকাল ১০ টা থেকে যাত্রী সেজে তথ্য সংগ্রহের পর ১২টার দিকে অভিযানে নামি আমরা। এসময় স্টেশনের বুকিং কাউন্টারে অনিয়ম, দূর্নীতি এবং প্লাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে। অভিযানের সকল তথ্য কমিশনে প্রেরনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযানে জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আতিউর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
























