ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডোরে ইবি শাখার জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইবির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ছাড়াও জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এমআর/সব
শিরোনাম
ইবিতে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা
-
ইবি প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- ।
- 209
জনপ্রিয় সংবাদ
























