১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান

ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। আজ ২৯ মে বৃহস্পতবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিতে হবে। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোর হবে। বৃহস্পতিবার সকাল ১১টা দিকে হাতে প্ল্যাকার্ড, মুখে শ্লোগান নিয়ে এক দফা দাবিতে জমায়েত হন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রংপুর জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছে। রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার রিয়া বলেন, আমাদের পেশা সেবাধর্মী। প্রদান সেবার পেছনে যে ত্যাগ-তিতিক্ষা, তার সম্মান যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা শুধু ন্যায্য স্বীকৃতি চাই। দাবি মেনে নিলে ঘরে ফিরতে চাই, ক্লাসে ফিরতে চাই। আমাদের যেন কঠোর আন্দোলন গড়তে বাধ্য করা না হয়। শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ডিপ্লোমা কোর্সগুলোকে ডিগ্রির সমমান না দিলে আগামী প্রজন্ম নার্সিং পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব হবে। নার্সিং স্টুডেন্ট অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বলেন, আন্ত:মন্ত্রণালয় সভায় দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের যাব।

জনপ্রিয় সংবাদ

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। আজ ২৯ মে বৃহস্পতবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিতে হবে। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোর হবে। বৃহস্পতিবার সকাল ১১টা দিকে হাতে প্ল্যাকার্ড, মুখে শ্লোগান নিয়ে এক দফা দাবিতে জমায়েত হন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রংপুর জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছে। রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার রিয়া বলেন, আমাদের পেশা সেবাধর্মী। প্রদান সেবার পেছনে যে ত্যাগ-তিতিক্ষা, তার সম্মান যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা শুধু ন্যায্য স্বীকৃতি চাই। দাবি মেনে নিলে ঘরে ফিরতে চাই, ক্লাসে ফিরতে চাই। আমাদের যেন কঠোর আন্দোলন গড়তে বাধ্য করা না হয়। শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ডিপ্লোমা কোর্সগুলোকে ডিগ্রির সমমান না দিলে আগামী প্রজন্ম নার্সিং পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব হবে। নার্সিং স্টুডেন্ট অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বলেন, আন্ত:মন্ত্রণালয় সভায় দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের যাব।