বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ৩.৩০থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে মানিকগঞ্জের বিভিন্নস্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোঃআব্দুস সালাম বলেন,পাটুরিয়া প্রান্তে যানবাহনের তেমন কোন সিরিয়াল নেই। বৈরি আবহাওয়ার কারণে সকাল লঞ্চ চলাচল বন্ধ করা হয়। এখন পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ফেরিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন আবহাওয়া স্বাভাবিক হলে ফের ফেরী চলাচল শুরু হবে।
এমআর/সব
শিরোনাম
বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
-
মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ।
- 110
জনপ্রিয় সংবাদ
























