রংপুরে পাটক্ষেতে নিয়ে জিসান হোসেন রহিম (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে
হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত সন্দেহে সোহেল রানা (২৮) নামে এক যুবককে আটক
করেছে পুলিশ। সোহেল রানার বাড়ী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামে। আজ ৩০
মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকার একটি
পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে
লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী বলেন, সোহেল রানা প্রায় দুই বছর ধরে গঙ্গাচড়ার বিভিন্ন
এলাকায় ড্রেজার মেশিন চালাতেন। তার সঙ্গে জিসানের মা জেসমিন খাতুনের পরিচয় হয়।
সোহেল তার উপার্জনের টাকা জেসমিনের কাছে জমা রাখতেন। সম্প্রতি জমা রাখা প্রায় ৫০
হাজার টাকা ফেরত চাইলে জেসমিন তাঁকে টাকা না দিয়ে উল্টো থাপ্পর দেয়। এঘটনার জের ধরে গত
২৯ মে বৃহ¯পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহেল জিসানকে মাদ্রাসা থেকে জুতা কিনে
দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যান। পরে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে পথে একটি পাটক্ষেতে
নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে লালমনিরহাটে নিজ বাড়িতে পালিয়ে যান। রাত গভীর হলে
মাদ্রাসা কর্তৃপক্ষ জিসানকে না পেয়ে খোঁজ শুরু করে। এসময় এক ছাত্র জানান, জিসানকে এক
ব্যক্তি নিয়ে গেছেন। পরে পরিবারের সদস্যরা সোহেলের বাড়িতে যান এবং তার কথাবার্তায় সন্দেহ
হলে পুলিশকে সংবাদ দেন। পুলিশ সোহেলকে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পাটক্ষেত
থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। জিসানের এক সহপাঠী গোলাম রাব্বানী বলেন, নামাজের জন্য
প্রস্তুতি নিচ্ছিলাম। তখন এক লোক এসে জিসানকে নিয়ে যায়। তিনি প্রায় এসে জিসানকে
নাশতা দিত। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন, এ হত্যাকান্ডের ঘটনায়
সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শিরোনাম
রংপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক ১
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- ।
- 110
জনপ্রিয় সংবাদ
























