চট্টগ্রামে নতুন করে দুইটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ চালু করছে সরকার। ২০২৬ সাল থেকে
সর্বোচ্চ সুযোগ–সুবিধা নিয়ে স্কুল অ্যান্ড কলেজ দুইটি একাডেমিক কার্যক্রম শুরু করবে বলে
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্কুল দুইটি চট্টগ্রাম
নগরের পতেঙ্গা এলাকায় অবস্থিত। ওই এলাকায় কোনো সরকারি স্কুল–কলেজ না থাকায়
মন্ত্রণালয় সেখানে স্কুল করার পরিকল্পনা নিয়েছে। স্কুল দুইটি হলো নগরের পূর্ব পতেঙ্গার
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও উত্তর পতেঙ্গার
মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ। স্কুল দুইটির ভবন দুইটি ১০ তলা বিশিষ্ট
নির্মাণ করা হচ্ছে।সূত্র জানায়, সারাদেশের মধ্যে ২০১৮ সালের অক্টোবর মাস থেকে ২টি
সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পটি শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে প্রকল্পটির
নাম পরিবর্তন করে মন্ত্রণালয়। নতুন নামকরণ করা হয়, ৯টি সরকারি স্কুল অ্যান্ড কলেজ
স্থাপন প্রকল্প। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৪৬ কোটি টাকা। ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২টির ভবন
হবে ৬ তলা করে, বাকিগুলো ১০ তলা করে ভবন নির্মাণ করা হবে। এরমধ্যে দুইটি স্কুল
চট্টগ্রামে নির্মাণ হচ্ছে। ৯টির মধ্যে ৪টি সরকারি স্কুল অ্যান্ড কলেজ নতুন বছর অর্থাৎ
২০২৬ সালের জানুয়ারি থেকেই শিক্ষার্থী ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে
বলে জানা গেছে।প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর
একাডেমিক কার্যক্রমের সক্ষমতা রয়েছে। স্কুল অ্যান্ড কলেজে থাকছে, পর্যাপ্ত শ্রেণি কক্ষ,
মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, শিক্ষক কমনরুম, শিক্ষার্থী কমনরুম,
লাইব্রেরি, বেঙ্কোয়েট (ভোজ) রুম, নামাজ ঘর, দর্শনার্থী কক্ষ, বিএনসিসি কক্ষ, গার্লস গাইড
কক্ষ, প্রাথমিক চিকিৎসা কক্ষ, স্টোর রুম, মিড–ডে মিল কক্ষ, সেমিনার হল, মাল্টিপারপাস
হল রুম, প্রধান শিক্ষকের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ, লিফট ও
টয়লেট ব্লক। এছাড়া স্কুল প্রতিষ্ঠানে আইসিটি সরঞ্জাম, বিজ্ঞানাগারের সংস্থানসহ খেলাধুলা
সামগ্রী সরবরাহ করা হবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে এই
প্রকল্পের মেয়াদ। ইতোমধ্যে প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে রয়েছে বলে জানায় প্রকল্পটির
উপ–পরিচালক মোহাম্মদ আশিকুল ইসলাম। তিনি জানান, আমাদের ৯টি স্কুল অ্যান্ড কলেজ
নামের প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে। আগামী ডিসেম্বরে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তিনি
আরও জানান, যদি কোনো কারণে কোনোটির কাজ বাকি থাকে, তাহলে নতুন বছরে হয়তো ৩ মাস
লাগতেও পারে আবারও নাও পারে। এসব স্কুল অ্যান্ড কলেজে অত্যাধুনিক সর্বোচ্চ
সুযোগ–সুবিধা থাকছে।এ ব্যাপারে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, চট্টগ্রাম
নগরের পতেঙ্গায় এলাকায় কোনো সরকারি স্কুল নেই। এই কারণে ওই এলাকায় দুটি স্কুল
নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল দুটির নির্মাণ কাজ চলমান রয়েছে। চলতি বছরের মধ্যে
কাজ শেষ করার কথা রয়েছে। সর্বশেষ খোঁজখবর নিলে বিস্তারিত জানতে পারব। প্রতিষ্ঠান দুটিতে
কোন শ্রেণি থেকে ভর্তি নেয়া হবে এবং কলেজ লেভেল কখন শুরু হতে পারে এ ব্যাপারে বিস্তারিত
জানা যায়নি। এ ব্যাপারে জেলা অফিসার বলেন, এ নিয়ে পরে বিস্তারিত বলতে পারব।
শিরোনাম
একাডেমিক কার্যক্রম চালু হতে পারে ২০২৬ সালে চট্টগ্রাম নগরে চালু হচ্ছে নতুন দুটি সরকারি স্কুল এন্ড কলেজ
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০১:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- ।
- 137
জনপ্রিয় সংবাদ
























