০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যানজট এড়াতে কর্ণফুলী সেতুর টোলে আরও দুই লেইন চালু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট কমাতে
আরও দুটি নতুন লেইন চালু করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর থেকে চালু হওয়া এই লেইন দুটি
নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা।এর আগে টোল প্লাজার দুই পাশে ছিল ৪টি করে মোট
৮টি বুথ—চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পথে ৪টি এবং বিপরীতমুখী পথে আরও ৪টি। এখন
উভয় পাশে ১টি করে নতুন লেইন যোগ হওয়ায় মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এতে যানজট
কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।প্রকল্পটির জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪
কোটি ৯০ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা ৫৫৬ পয়সা। চুক্তি অনুযায়ী, নির্মাণকাজ শেষ করার
সময়সীমা ছিল ১৮০ দিন। কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বড়
বাড়ি পুকুর পাড়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসমত অ্যান্ড ব্রাদার্স।টোল ইজারা
পরিচালনাকারী বাংলাদেশ–ভারত যৌথ কোম্পানি ‘সেল–ভ্যান জেভি’র প্রকল্প ব্যবস্থাপক সুমন
ঘোষ বলেন, “আজ থেকে দুটি লেইন চালু করা হয়েছে। পাশাপাশি অটোরিকশার চলাচলও
তুলনামূলকভাবে কমেছে। তাই আশা করছি যানজট অনেকটাই নিরসন হবে।”

জনপ্রিয় সংবাদ

যানজট এড়াতে কর্ণফুলী সেতুর টোলে আরও দুই লেইন চালু

আপডেট সময় : ০১:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট কমাতে
আরও দুটি নতুন লেইন চালু করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর থেকে চালু হওয়া এই লেইন দুটি
নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা।এর আগে টোল প্লাজার দুই পাশে ছিল ৪টি করে মোট
৮টি বুথ—চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পথে ৪টি এবং বিপরীতমুখী পথে আরও ৪টি। এখন
উভয় পাশে ১টি করে নতুন লেইন যোগ হওয়ায় মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এতে যানজট
কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।প্রকল্পটির জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪
কোটি ৯০ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা ৫৫৬ পয়সা। চুক্তি অনুযায়ী, নির্মাণকাজ শেষ করার
সময়সীমা ছিল ১৮০ দিন। কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বড়
বাড়ি পুকুর পাড়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসমত অ্যান্ড ব্রাদার্স।টোল ইজারা
পরিচালনাকারী বাংলাদেশ–ভারত যৌথ কোম্পানি ‘সেল–ভ্যান জেভি’র প্রকল্প ব্যবস্থাপক সুমন
ঘোষ বলেন, “আজ থেকে দুটি লেইন চালু করা হয়েছে। পাশাপাশি অটোরিকশার চলাচলও
তুলনামূলকভাবে কমেছে। তাই আশা করছি যানজট অনেকটাই নিরসন হবে।”