সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক চার দিনের সফরে আসছেন।
পরিবারের ২০ সদস্যকে নিয়ে তিনি চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করবেন। মঙ্গলবার (৩ জুন)
এক চিঠিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে
চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান।চিঠিতে বলা হয়েছে, আপিল
বিভাগের বিচারপতি এস এম, এমদাদুল হক পরিবারের ২০ জন সদস্যসহ আগামী ৯ জুন হতে ১৩
জুন পর্যন্ত সফরসূচি অনুযায়ী চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা সফর করবেন।তার অবস্থানের
জন্য চট্টগ্রাম এবং কক্সবাজার সার্কিট হাউজে ৮টি ভিআইপি কক্ষ বরাদ্দ, অবস্থানকালীন
ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও ড্রাইভারসহ একটি ফ্লাগস্ট্যান্ডযুক্ত ভিআইপি গাড়ি
এবং তিনটি ভিআইপি গাড়ি বরাদ্দের জন্য বলা হয়েছে। এছাড়া যাতায়াত ও অবস্থানকালীন পুলিশ
এসকর্টসহ সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা
হয়।এছাড়া ট্রেনে যাতায়াতের জন্য চারটি এসি ডাবল কেবিন বরাদ্দের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা
নিতে বলা হয়েছে রেলওয়ে মহাপরিচালককে।
শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার সফরে বিচারপতি এমদাদুল, সঙ্গে পরিবারের ২০ সদস্য!
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০১:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- ।
- 111
জনপ্রিয় সংবাদ
























