০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গুলাগুলি একজনের অবস্থা আশংকাজনক

হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী  সন্দ্বীপ কলোনীতে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ৪ রাউন্ড গুলিবর্ষনে আরিফ (১৫) নামের একজন ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে বর্তমানে একটি বেসরকারী হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন৷

মঙ্গলবার (৯ জুন) বিকালে ৫টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার
ডিউটি অফিসার এএসআই হাসান মাহমুদ।

তিনি জানান, গতকাল  রবিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দুইটার মধ্যে সন্ধীপ কলোনিতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর ওসি স্যার নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত কোন মামলা কিংবা অভিযোগ হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে স্থানীয় ভূট্ট সুমন গ্রুপের সাথে সাখাওয়াত গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো৷ তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টায় একটি সিএনজি টেক্সি (চট্টগ্রাম-১৪-২৪৬৭) যোগে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে সাখাওয়াতকে খোঁজ করতে থাকে৷ পরে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে সিএনজি টেক্সিটিকে ধাওয়া দিলে টেক্সিতে থাকা অস্ত্রধারীরা প্রথমে ৩ রাউন্ড গুলি ছুড়ে৷ এতে আরিফ গুলিবিদ্ধ হলে তার পেটের নাড়ি ভূড়ি বেরিয়ে যায়৷ স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় আরো এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা৷

গুলিবিদ্ধ আরিফের বড় ভাই আলাউদ্দিন জানান,
এই ঘটনার জন্য স্থানীয় ভূট্ট সুমন ও তার গ্রুপকে দায়ী করেন জানান, গতকাল রবিবার রাত ১১টার দিকে একটি সিএনজি টেক্সি (চট্টগ্রাম-১৪-২৪৬৭) যোগে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে সাখাওয়াতকে খোঁজ করতে থাকে৷ তখন সাখাওয়াত ভাইসহ আমরা তাদেরকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করি। কিন্তু তারা নামতে চান না। আমরা জোর করে নামানোর চেষ্টা করলে গাড়ি থেকে তারা বের কর বলেই গুলি করতে থাকে। এরপর তারা ৩ রাউন্ড গুলি ছোড়লে আমার ছোট ভাই আরিফ গুলিবিদ্ধ হয়ে পেটের ভুড়ি বেরিয়ে আসে। পরে মাইকে ঘোষণা দিয়ে সিএনজি টেক্সিটিকে ধাওয়া দিলে টেক্সিতে থাকা অস্ত্রধারীরা প্রথমে ৩ রাউন্ড এবং মাঝপথে আরেক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

প্রতিপক্ষ ভুট্টো সুমনের স্ত্রী জানান, গতকাল রবিবার রাত দেড়টার দিকে সাখাওয়াত এর লোকজন এসে আমার ঘর, দুয়ার সবই পুড়ে দেয়। আমার ঘরে ভাংচুর করে আলমারি থেকে ৫ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমার স্বামী কে তারা ১০ বছর ধরে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আমার স্বামী অপরাধী না এবং কোন প্রকার খারাপ কাজে জড়িত থাকে না। আমরা সুখে শান্তিতে থাকি কেন সেটাই আমাদের অপরাধ।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, আমি এখনো ছুটিতে আছি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, সেকেন্ড অফিসার এবং ডিউটি অফিসার ভালো বলতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গুলাগুলি একজনের অবস্থা আশংকাজনক

আপডেট সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী  সন্দ্বীপ কলোনীতে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ৪ রাউন্ড গুলিবর্ষনে আরিফ (১৫) নামের একজন ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে বর্তমানে একটি বেসরকারী হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন৷

মঙ্গলবার (৯ জুন) বিকালে ৫টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার
ডিউটি অফিসার এএসআই হাসান মাহমুদ।

তিনি জানান, গতকাল  রবিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দুইটার মধ্যে সন্ধীপ কলোনিতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর ওসি স্যার নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত কোন মামলা কিংবা অভিযোগ হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে স্থানীয় ভূট্ট সুমন গ্রুপের সাথে সাখাওয়াত গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো৷ তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টায় একটি সিএনজি টেক্সি (চট্টগ্রাম-১৪-২৪৬৭) যোগে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে সাখাওয়াতকে খোঁজ করতে থাকে৷ পরে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে সিএনজি টেক্সিটিকে ধাওয়া দিলে টেক্সিতে থাকা অস্ত্রধারীরা প্রথমে ৩ রাউন্ড গুলি ছুড়ে৷ এতে আরিফ গুলিবিদ্ধ হলে তার পেটের নাড়ি ভূড়ি বেরিয়ে যায়৷ স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় আরো এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা৷

গুলিবিদ্ধ আরিফের বড় ভাই আলাউদ্দিন জানান,
এই ঘটনার জন্য স্থানীয় ভূট্ট সুমন ও তার গ্রুপকে দায়ী করেন জানান, গতকাল রবিবার রাত ১১টার দিকে একটি সিএনজি টেক্সি (চট্টগ্রাম-১৪-২৪৬৭) যোগে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে সাখাওয়াতকে খোঁজ করতে থাকে৷ তখন সাখাওয়াত ভাইসহ আমরা তাদেরকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করি। কিন্তু তারা নামতে চান না। আমরা জোর করে নামানোর চেষ্টা করলে গাড়ি থেকে তারা বের কর বলেই গুলি করতে থাকে। এরপর তারা ৩ রাউন্ড গুলি ছোড়লে আমার ছোট ভাই আরিফ গুলিবিদ্ধ হয়ে পেটের ভুড়ি বেরিয়ে আসে। পরে মাইকে ঘোষণা দিয়ে সিএনজি টেক্সিটিকে ধাওয়া দিলে টেক্সিতে থাকা অস্ত্রধারীরা প্রথমে ৩ রাউন্ড এবং মাঝপথে আরেক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

প্রতিপক্ষ ভুট্টো সুমনের স্ত্রী জানান, গতকাল রবিবার রাত দেড়টার দিকে সাখাওয়াত এর লোকজন এসে আমার ঘর, দুয়ার সবই পুড়ে দেয়। আমার ঘরে ভাংচুর করে আলমারি থেকে ৫ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমার স্বামী কে তারা ১০ বছর ধরে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আমার স্বামী অপরাধী না এবং কোন প্রকার খারাপ কাজে জড়িত থাকে না। আমরা সুখে শান্তিতে থাকি কেন সেটাই আমাদের অপরাধ।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, আমি এখনো ছুটিতে আছি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, সেকেন্ড অফিসার এবং ডিউটি অফিসার ভালো বলতে পারবেন।