ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে রবিন গতকাাল বুধবার সকালে নিখোঁজ হয়। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। আজ সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
রবিন চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ঈদ উদযাপনের জন্য সে ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। রবিনের মূত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিশুটির পিতা ওমর ফারুক জানিয়েছে এটি নিশ্চিত হত্যাকাণ্ড সে তার নিহত সন্তানের লাশ ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং প্রকৃত দোষীর শাস্তি দাবী করেন। ছেলেটির মুখে ফেনা ও রক্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ডোবার মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এমআর/সব
শিরোনাম
ফেনীতে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল স্কুল ছাত্র রবিনের লাশ
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০১:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- ।
- 101
জনপ্রিয় সংবাদ
























