রংপুর ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এতদিন জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে রেখেছিল। দ্রুত সেই অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আজ ১২ জুন বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০টায় রংপুরের তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল বলেন, যারা ভারতের তোষামদি করবে তাদের দ্বারা দেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। ভারত কখনই বাংলাদেশের উন্নয়নকে সহ্য করে না। আমরা দেশের জন্য, ইসলামের জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার কারণে বারবার আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। কিন্তু আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাকে বিনাদোষে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকলের ভালোবাসায় মুক্তি পেয়েছি। মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ। আমি কখনোই মৃত্যুতে ভয় পাইনি। তিনি আরও বলেন, দেশে এখনো ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় শান্তিপূর্ণ উপায়ে তা করে আসছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এটিএম আজহারুল বলেন, সবাইকে শিষ্টাচার বজায় রাখা ও গঠনমূলক সমালোচনার রাজনীতি করতে হবে। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আমার যত সামান্য যতটুকু ছিল, মৃত্যুকে জেনেই সবটুকু পরিবারকে দিয়ে দিয়েছি। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। এজন্য অনেকের মাঝে ভোটের প্রতি বিতৃষ্ণা রয়েছে। আমি অনুরোধ করবো এবার ভোট বিপ্লব ঘটাতে হবে। আমরা যদি যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করি তা হলে বিপদে পড়তে হবে।
জামায়াতে ইসলামী জোর করে ভোট সেন্টার দখল, ভোটারদের টেনে নিয়ে গিয়ে নির্বাচনে জয়লাভ করতে চায় না। আগামী নির্বাচনে আমি বদরগঞ্জ-তারাগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি কথা দিচ্ছি যদি এমপি নির্বাচিত হতে পারি তা হলে হারামের কোন টাকা আমার পেটে যাবে না। বিগত সময়েও আমি কোন হারাম টাকা খাইনি। আমার সম্পদ নেই, তবু আল্লাহ আমাকে ভাল রেখেছেন। বিগত দিনের মত ভবিষ্যতেও আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আমার কাছে শুধু জামায়াতে ইসলামী নয়, সকল ধর্মবর্ণ ও দলমত নির্বিশেষে সবাই আমার কাছে সমান। মহান আল্লাহ আমাকে নতুন করে জীবন দিয়েছেন।
























