বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারামুক্ত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিপ্লব পরবর্তী সময়কার যৌক্তিক সংস্কার এবং বিচার দৃশ্যমান্যের পরই অন্তর্বর্তীকালিন সরকার ঘোষিত সময় এপ্রিলের মধ্যে নির্বাচন হলে জাতির জন্য ভালো হবে। আজ ১৩ জুন শুক্রবার সকাল ১০টার দিকে রংপুর মহানগরীর শাপলা চত্ত্বরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে এটিএম আজহারুল বলেন, জামায়াত অবশ্যই নির্বাচন চায়, তবে সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। সেই নির্বাচনে যেন আগের মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয়। যৌক্তিক সংস্কারের পরেই এপ্রিলে নির্বাচন হলে সেটা জাতির জন্য ভালো হবে উল্লেখ করে এটিএম আজহারুল বলেন,যেহেতু একটা বিপ্লব হয়েছে সেহেতু সংস্কারের প্রয়োজন। যেটাতে আমরা সব দলই রাজি। সেকারণে সংস্কার হতে হবে। সে কারণে যৌক্তিক সময়ের মধ্যেই আমরাই বলেছিলাম এটা ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নাই। সংস্কার করে এপ্রিলের মধ্যেই নির্বাচনটা হলে জাতির জন্য ভালো হবে। পরে তিনি ঢাকার উদ্দেশে রংপুর ত্যাগ করেন।
শিরোনাম
এপ্রিলের মধ্যে নির্বাচন হলে জাতির জন্য ভাল হবে, রংপুরে এটিএম আজাহারুল
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ১০:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- ।
- 118
জনপ্রিয় সংবাদ
























