০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ধর্ষণের শিকার শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ষণের ঘটনায় আইনি সহায়তা, পরিবারের নিরাপত্তা ও চিকিৎসা খরচসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুকে  সোমবার (১৬ জুন) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে দেখতে আসেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময়  চিকিৎসা সহায়তা তুলে দেন।
ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,
দেশে যেকোনো ক্রাইসিসে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গণমাধ্যমে যখন শিশুটি ধর্ষণের শিকার হওয়ার খবর আসে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিত করার জন্য। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার ও চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যেকোনো প্রয়োজনে তারেক রহমানসহ নেতাকর্মীরা পাশে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ ড্যাব সমর্থিত চিকিৎসকরা।
উল্লেখ্য, গত বুধবার (১১ জুন) বিকেলে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে বাড়ির পাশে খেলা করছিলো ওই শিশু।
এসময় মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান তার মেয়েকে ফুসলিয়ে নিজের বাড়ি ডেকে নিয়ে যায়। পরে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চৌগাছা একটি মামলা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত মিজানুর রহমানকে (৬০) গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
জনপ্রিয় সংবাদ

যশোরে ধর্ষণের শিকার শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ষণের ঘটনায় আইনি সহায়তা, পরিবারের নিরাপত্তা ও চিকিৎসা খরচসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুকে  সোমবার (১৬ জুন) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে দেখতে আসেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময়  চিকিৎসা সহায়তা তুলে দেন।
ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,
দেশে যেকোনো ক্রাইসিসে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গণমাধ্যমে যখন শিশুটি ধর্ষণের শিকার হওয়ার খবর আসে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিত করার জন্য। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার ও চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যেকোনো প্রয়োজনে তারেক রহমানসহ নেতাকর্মীরা পাশে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ ড্যাব সমর্থিত চিকিৎসকরা।
উল্লেখ্য, গত বুধবার (১১ জুন) বিকেলে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে বাড়ির পাশে খেলা করছিলো ওই শিশু।
এসময় মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান তার মেয়েকে ফুসলিয়ে নিজের বাড়ি ডেকে নিয়ে যায়। পরে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চৌগাছা একটি মামলা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত মিজানুর রহমানকে (৬০) গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।