মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।
সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে একটি পুলিশ দল রহিমপুর ইউনিয়নের কাঠালতলী সাকিনস্থ পরখানালা ব্রীজের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়।
পরে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টুনে ৫২হাজার শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ২০হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে ।
এমআর/সব
শিরোনাম
কমলগঞ্জে আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট সহ আটক- ২
-
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ।
- 154
জনপ্রিয় সংবাদ
























