চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী সরকার হাট বাজারে “আল-আমিন ট্রাভেলস এন্ড হজ্ব ও ওমরাহ কাফেলা”-র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী মূল্যবোধ ও পবিত্রতার আদর্শে পরিচালিত এ প্রতিষ্ঠান হজ্ব ও ওমরাহ যাত্রীদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আমির—বাংলাদেশ জামায়াতে ইসলামি হাটহাজারী উপজেলা ও সংসদীয় প্রার্থী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক)।
প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা মোঃ ইকাবাল হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এম এন ছাফা, সভাপতি—চারিয়া নেজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহ্বায়ক—আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, মির্জাপুর।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-শফিকুল ইসলাম, ফোরকান চৌধুরী, আবছার উদ্দিন, মোঃ তৌহিদ, আবু তৈয়ুব, ডা. আয়ুব আলী চৌধুরী, মাও. রশিদ, মাও. রফিক, হাফেজ আজাদ, মাও. সরওয়ার কামাল, মাও. আবু বকর, মোঃ রাকিব, নুর খালেদুল্লাহ বাবুল, নাজিম উদ্দীন ও আরিফুল হক সুমন।
অনুষ্ঠানটি শেষ হয় হজ্ব ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারী সরকার হাট বাজারে আল-আমিন ট্রাভেলস এন্ড হজ্ব ও ওমরাহ কাফেলার শুভ উদ্বোধন
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ।
- 275
জনপ্রিয় সংবাদ
























