চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা ও ডাকাতি মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা এবং জেলার রাউজানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১৮ জুন) দুপুরে র্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন – রাউজান থানার ডাকাতি মামলার আসামি রাউজান পালোয়ান পাড়া এলাকার মৃত বদরুজ মেহেরের ছেলে আব্দুর রশিদ প্রকাশ ডাকাত রইশ্যা (৫৫) এবং ভোলা সদর থানার হত্যা মামলার পলাতক আসামি ভোলা সদর কুঞ্জপট্টি এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে ইব্রাহিম (৫০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এমআর/সব
শিরোনাম
চট্টগ্রামে হত্যা ও ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৮:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ।
- 193
জনপ্রিয় সংবাদ
























