বাংলাদেশ চুকবল এ্যাসোসিয়েশনের কমিটি কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙ্গে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। একই প্রক্রিয়ার অনুবৃত্তিক্রমে পরিষদের চেয়ারম্যান কর্তৃক উক্ত ফেডারেশনের এ্যাডহক কমিটিও ঘোষণা করা হয়। এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম (অব)।
১৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি করা হয়েছে এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম (অব)-কে। সাধারণ সম্পাদক কল্লোল দাস। দুই সহ-সভাপতি আবু নাসের মোঃ ওয়াহিদ দুলাল ওআহসান ইকবাল চৌধুরী আবীর। যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ। কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল হান্নান আকবর। সদস্যরা হলেন : হায়দার আলী, নাসিরুল্লাহ লালু, সাইফুল্লাহ মুনীর, লিপি বেগম হীরা, সালাউদ্দিন রিজন, থুইসিংপু লুবু, তৌহিদুর রহমান সোহেল এবং রায়হান উদ্দিন রুবেল।
আরকে/সব
শিরোনাম
ঘোষিত হলো চুকবল এ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটি
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০৯:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ।
- 146
জনপ্রিয় সংবাদ


























