চট্টগ্রামের কর্ণফুলীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী থানাধীন বৈরাগ ২ নম্বর ওয়ার্ড উত্তর বন্দর এলাকার আবদূর শুক্কুরের ছেলে আবদুল আলীম (৪০), বড়উঠান ৬ নম্বর ওয়ার্ড শাহমীরপুর গ্রামের নাজের উদ্দিনের ছেলে রুহুল আমিন প্রঃ সোহেল (৪০) এবং শিকলবাহা এলাকার মো. আজিজ (৩৫)। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত এবং ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ডেভিল হান্ট অভিযানে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নগরীর চাদগাঁও থানায় হস্তান্তর করা হয়।
এমআর/সব
শিরোনাম
ডেভিল হান্ট : চট্টগ্রাম কর্ণফুলীতে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 141
জনপ্রিয় সংবাদ
























