০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে সাবেক বাসদ নেতা আটক

রংপুরে ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক নেতা হিমাংশু বর্মণ হৃদয়কে আটক করেছে পুলিশ। গত ২০ জুন শুক্রবার দুপুরে পীরগাছা বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। জানা যায়, হিমাংশু বর্মণ হৃদয় পীরগাছা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) পীরগাছা উপজেলা শাখার সভাপতি ছিলেন। বছর খানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা গেলেও কোনো পদে আছেন কি না এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি তার ব্যবসা প্রতিষ্ঠান কমলিনী জুয়েলার্স নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। অনেকে তার পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ জানিয়ে তাকে গ্রেফতার দাবি জানিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে পীরগাছা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে সাইবার সুরক্ষা আইনে (২০২৫) মামলা দায়ের করা হয়েছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

রংপুরে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে সাবেক বাসদ নেতা আটক

আপডেট সময় : ০৬:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

রংপুরে ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক নেতা হিমাংশু বর্মণ হৃদয়কে আটক করেছে পুলিশ। গত ২০ জুন শুক্রবার দুপুরে পীরগাছা বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। জানা যায়, হিমাংশু বর্মণ হৃদয় পীরগাছা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) পীরগাছা উপজেলা শাখার সভাপতি ছিলেন। বছর খানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা গেলেও কোনো পদে আছেন কি না এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি তার ব্যবসা প্রতিষ্ঠান কমলিনী জুয়েলার্স নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। অনেকে তার পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ জানিয়ে তাকে গ্রেফতার দাবি জানিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে পীরগাছা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে সাইবার সুরক্ষা আইনে (২০২৫) মামলা দায়ের করা হয়েছে।
এমআর/সব