টানা বৃষ্টিপাত ও পাহাড়ধসের কারণে বিপদাপন্ন হয়ে পড়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন শিশু সাহায্য ফাউন্ডেশন, রাঙ্গামাটি। দুর্যোগকবলিত তিনটি এলাকায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
রাঙ্গামাটির তবলছড়ি, পর্যটনের দেওয়ানপাড়া এবং কাটাছড়ির মোষমারা গ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে সংগঠনটি।
দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ, রাঙ্গামাটি এর সার্বিক সহযোগিতায় শুক্রবার (২০ জুন) এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শিশু সাহায্য ফাউন্ডেশনের সভাপতি সিয়াম মাহমুদ, সহ সভাপতি রিফাত হোসেন সাধারণ সম্পাদক মো: নয়ন, সাব্বির হোসেন, সারোয়ার হোসেন এবং সংগঠনের অনন্যা সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক মো: নয়ন বলেনন “আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে চাই। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, তিনি এক কথায় আমাদের চাল বরাদ্দ দিয়েছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ স্যারকেও, তিনি প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।”
সংগঠনের সভাপতি সিয়াম মাহমুদ বলেন “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাব। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এই দুর্যোগের মুহূর্তে খাদ্য সহায়তা তাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান উপকারভোগীরা।
এমআর/সব
শিরোনাম
পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে শিশু সাহায্য ফাউন্ডেশন রাঙ্গামাটি
-
রাঙ্গামাটির প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ।
- 135
জনপ্রিয় সংবাদ
























