জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইনসহ শ্রী রঙ্গিলা রবিদাস (৩৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার মন্ডলপাড়া গ্রামের শ্রী হরিয়া দাসের ছেলে শ্রী রঙ্গিলা রবিদাস বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। গ্রাম পুলিশ এর আড়ালে দীর্ঘদিন ধরে রঙ্গিলা রবিদাস মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার মধ্য রাতে রঙ্গিলা রবিদাসের কীটনাশকের দোকানে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
এসময় তার দোকান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় এবং রবিদাসকে আটক করা হয়। পরে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তাকে হস্তান্তর করা হয়।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হালিম রাজ জানান, আটককৃত রবিদাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমআর/সবা
শিরোনাম
জামালপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রাম পুলিশ সদস্য আটক
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ।
- 166
জনপ্রিয় সংবাদ






















