০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
অনুর্ধ-১৮ পুরুষ ও নারী এশিয়া কাপ হকি

বাংলাদেশ বালিকা দলের স্মরণীয় ব্রোঞ্জপদক জয়

বাংলাদেশ বালক দল হয়েছে চতুর্থ

জিতে ব্রোঞ্জপদক নিশ্চিতের পর বাংলাদেশ বালিকা হকি দলের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি : বাঙলাদেশ হকি ফেডারেশন

যাদের নিয়ে বেশি আশা ছিল, তারা হতাশ করেছে। আর যাদের নিয়ে আশার পরিমাণটা একটু কম ছিল, তারাই কি না সাফল্য এনে দিয়েছে। বলা হচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় বালিকা হকি দলের কথা। চীনের দাজহুতে গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ৬-২ গোলে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক অর্জন করে। প্রথমবারের মতো এই আসরে অংশ নিয়েই তাদের এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়। তবে বালক বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে যায় তারা।

মেয়েদের ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ দল ৩-১ গোলে এগিয়ে ছিল। চমৎকার নৈপুণ্যে দেখিয়ে আইরিন রিয়া ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। আইরিন রিয়া অনবদ্য হ্যাটট্রিক করেন (১২, ১৮ ও ২০ মিনিটে)। যদিও ম্যাচের ৯ মিনিটে আমানজেলদির গোলে এগিয়ে যায় কাজাখস্তান। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের প্রাধান্য বিস্তার করা নৈপুণ্যের বিপক্ষে তারা কুলিয়ে উঠতে পারেনি।
বিরতি থেকে ফিরে ৩৫ মিনিটে অধিনায়ক রিমন সারিকা, ৫০ মিনিটে কণা আক্তার ও ৫৩ মিনিটে রিসি রিয়াসা গোল করলে বাংলাদেশের জয় সময়ের ব্যাপারে পরিণত হয়। কাজাখস্তানের যানার ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান কিঞ্চিৎ কমিয়ে আনে (২-৬)।

মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যায় তারা। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হারে।

তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতলেও মহাদেশীয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ মেয়েদের শুরুটা ভালো ছিল না। গ্রুপের প্রথম ম্যাচে জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয় তারা (১১-০)। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় মেয়েরা। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে স্থান করে নেয় শেষ চারে। ‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। সেই কাজাখ দলকেই এবার সুষ্পষ্ট ব্যবধানে হারাল তারা। গুনে গুণে হাফডজন গোল দেয় মেয়েরা।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গোল হজম করেছে ২৪টি। বিপরীতে গোল দিয়েছে ১৪টি। যার মধ্যে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার। অনুর্ধ-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে ফাইনাল খেলবে জাপান ও চীন। আর ছেলেদের বিভাগের সোনার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনুর্ধ-১৮ পুরুষ ও নারী এশিয়া কাপ হকি

বাংলাদেশ বালিকা দলের স্মরণীয় ব্রোঞ্জপদক জয়

আপডেট সময় : ০৭:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

যাদের নিয়ে বেশি আশা ছিল, তারা হতাশ করেছে। আর যাদের নিয়ে আশার পরিমাণটা একটু কম ছিল, তারাই কি না সাফল্য এনে দিয়েছে। বলা হচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় বালিকা হকি দলের কথা। চীনের দাজহুতে গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ৬-২ গোলে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক অর্জন করে। প্রথমবারের মতো এই আসরে অংশ নিয়েই তাদের এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়। তবে বালক বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে যায় তারা।

মেয়েদের ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ দল ৩-১ গোলে এগিয়ে ছিল। চমৎকার নৈপুণ্যে দেখিয়ে আইরিন রিয়া ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। আইরিন রিয়া অনবদ্য হ্যাটট্রিক করেন (১২, ১৮ ও ২০ মিনিটে)। যদিও ম্যাচের ৯ মিনিটে আমানজেলদির গোলে এগিয়ে যায় কাজাখস্তান। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের প্রাধান্য বিস্তার করা নৈপুণ্যের বিপক্ষে তারা কুলিয়ে উঠতে পারেনি।
বিরতি থেকে ফিরে ৩৫ মিনিটে অধিনায়ক রিমন সারিকা, ৫০ মিনিটে কণা আক্তার ও ৫৩ মিনিটে রিসি রিয়াসা গোল করলে বাংলাদেশের জয় সময়ের ব্যাপারে পরিণত হয়। কাজাখস্তানের যানার ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান কিঞ্চিৎ কমিয়ে আনে (২-৬)।

মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যায় তারা। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হারে।

তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতলেও মহাদেশীয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ মেয়েদের শুরুটা ভালো ছিল না। গ্রুপের প্রথম ম্যাচে জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয় তারা (১১-০)। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় মেয়েরা। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে স্থান করে নেয় শেষ চারে। ‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। সেই কাজাখ দলকেই এবার সুষ্পষ্ট ব্যবধানে হারাল তারা। গুনে গুণে হাফডজন গোল দেয় মেয়েরা।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গোল হজম করেছে ২৪টি। বিপরীতে গোল দিয়েছে ১৪টি। যার মধ্যে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার। অনুর্ধ-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে ফাইনাল খেলবে জাপান ও চীন। আর ছেলেদের বিভাগের সোনার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান।

আরকে/সবা