১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ার্স ক্লিনিক

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ার্স ক্লিনিক’-এর সমাপনী অনুষ্ঠান সোমবার (১৪ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কোচ ও আম্পায়ারদের হাতে সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সহ-সভাপতি অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ ও এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা।

গত ১২ই জুলাই শুরু হওয়া এই ক্লিনিকে দেশের চারটি বিভাগ, ১২টি জেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৩ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আগত অভিজ্ঞ প্রশিক্ষক এবং জাতীয় বেসবল দলের ডেভেলপমেন্ট কমিটির প্রধান রফিক মিয়া চৌধুরী পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন।

অংশগ্রহণকারী প্রশিক্ষকদের জন্য মিরপুর ক্রীড়া পল্লীতে আবাসনের ব্যবস্থা করা হয় এবং প্রশিক্ষণ মিরপুর কলেজ মাঠ ও পল্টন মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম বলেন, ‘বেসবলের মতো একটি সম্ভাবনাময় খেলার প্রসারে এ ধরণের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশে নতুন খেলার প্রচলন এবং উন্নয়নে সর্বদা আন্তরিক। বেসবলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘দক্ষ প্রশিক্ষক ও আম্পায়ার ছাড়া খেলার মান উন্নয়ন সম্ভব নয়। জাতীয় ক্রীড়া পরিষদ বেসবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের পাশে থেকে কাজ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান তার বক্তব্যে অংশগ্রহণকারী এবং প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বেসবল আরও ছড়িয়ে পড়বে এবং আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে এক ধাপ এগিয়ে যাব।’

সিনিয়র সহ-সভাপতি ডা: অনুপম হোসেন,বিবিএস-এর আগামী ১০ বছরের ভবিষ্যৎ ডেভেলপমেন্ট কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কোচ এবং আম্পায়ারদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি, এ সময় অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরণের কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে বেসবলের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ার্স ক্লিনিক

আপডেট সময় : ০১:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ার্স ক্লিনিক’-এর সমাপনী অনুষ্ঠান সোমবার (১৪ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কোচ ও আম্পায়ারদের হাতে সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সহ-সভাপতি অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ ও এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা।

গত ১২ই জুলাই শুরু হওয়া এই ক্লিনিকে দেশের চারটি বিভাগ, ১২টি জেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৩ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আগত অভিজ্ঞ প্রশিক্ষক এবং জাতীয় বেসবল দলের ডেভেলপমেন্ট কমিটির প্রধান রফিক মিয়া চৌধুরী পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন।

অংশগ্রহণকারী প্রশিক্ষকদের জন্য মিরপুর ক্রীড়া পল্লীতে আবাসনের ব্যবস্থা করা হয় এবং প্রশিক্ষণ মিরপুর কলেজ মাঠ ও পল্টন মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম বলেন, ‘বেসবলের মতো একটি সম্ভাবনাময় খেলার প্রসারে এ ধরণের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশে নতুন খেলার প্রচলন এবং উন্নয়নে সর্বদা আন্তরিক। বেসবলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘দক্ষ প্রশিক্ষক ও আম্পায়ার ছাড়া খেলার মান উন্নয়ন সম্ভব নয়। জাতীয় ক্রীড়া পরিষদ বেসবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের পাশে থেকে কাজ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান তার বক্তব্যে অংশগ্রহণকারী এবং প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বেসবল আরও ছড়িয়ে পড়বে এবং আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে এক ধাপ এগিয়ে যাব।’

সিনিয়র সহ-সভাপতি ডা: অনুপম হোসেন,বিবিএস-এর আগামী ১০ বছরের ভবিষ্যৎ ডেভেলপমেন্ট কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কোচ এবং আম্পায়ারদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি, এ সময় অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরণের কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে বেসবলের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরকে/সবা