দেশীয় ক্রিকেটারদের কিভাবে ছক্কা মারতে হবে, সেজন্য দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের শরণাপন্ন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ব্যাটসম্যানদের কিভাবে ‘পাওয়ার হিটিং’ করতে হবে, সেজন্য এই কাজের জন্য প্রসিদ্ধ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেবে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা শেষ করে আগামীকাল দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন দাসরা। আগামী ২০ জুলাই থেকে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এরপর কয়েকদিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। পরবর্তীতে আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনায় বিসিবি। কারণ, সেপ্টেম্বরেই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ফরম্যাটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য বাড়াতে নতুন করে কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করা জুলিয়ান উডকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এমনটাই জানিয়েছেন।
আইপিএল ছাড়াও আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জুলিয়ান উডের। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের বদলের কারিগরও বলা যায় তাকে। কাজ করেছেন দেশটির ঘরোয়া প্রতিযোগিতার কয়েকটি দলে। টি-টোয়েন্টিতে ‘পাওয়ার হিটিং’ কথাটা মূলত উডেরই মস্তিষ্কপ্রসূত। বিগ ব্যাশ, পিএসএল ও আইপিএলে কাজ করা জুলিয়ান উড বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব নিয়ে এসেছিলেন।
আরকে/সবা


























